রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নিবার্চিত হয়েছেন গাইবান্ধার কামাল হোসেন। রোববার (১২ মে) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয় থেকে এ বিষয়টি জানানো হয়। এর আগে শনিবার (১১ মে) রংপুর রেঞ্জ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভার সভাপতি রেঞ্জ ডিআইজ আব্দুল বাতেন গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেনকে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা স্মারক প্রদান করেন।
উক্ত সভায় রংপুর রেঞ্জের ৮টি জেলার মধ্যে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, পিপিএম সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন , ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন। মাসিক অপরাধ পর্যালোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ এর ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন, পিপিএম কে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা স্মারক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) আরআরএফ, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন & ফিন্যান্স), অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রংপুর রেঞ্জ এবং রেঞ্জ অফিস, রংপুরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।