গাইবান্ধায় পিকআপ ভ্যানের চাপায় আব্দুস সালাম (৬৩) নামে অটোরিকশা যাত্রী সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন।
শনিবার বিকালে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের তুলশিঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুস সালাম ফুলছড়ি উপজেলার খাটিয়ামারি চরের আলী আকবরের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল ডিপার্টমেন্টে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাগনে আফতাব হোসেন বলেন, আমার মামা পরিবার নিয়ে অটোরিকশা যোগে ঘোড়াঘাট তার এক আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় তুলশিঘাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনা স্থলেই আব্দুস সালাম মারা যান। এ ঘটনায় অটোরিকশায় থাকা আব্দুস সালামের স্ত্রী, সন্তান ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছে বলে জানান তিনি। আহতদেরকে উদ্ধার করে রংপুর পাঠানো হয়েছে’।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। ঘাতক পিকআপ ভ্যানটি খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।