আসন্ন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় ও জনপ্রিয়তায় এগিয়ে আছেন উপজেলা শাখার যুব মহিলালীগ সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আল্পনা রানী গোস্বামী।
গত নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হলেও থেমে নেই তার সমাজসেবামূলক কর্মকাণ্ড। এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় এলাকাবাসীর নিকট রয়েছে তার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। জোট সরকারের আমল থেকে এ উপজেলার প্রতিটি এলাকায় মানবতার সেবা পৌঁছে দেয়ায় উপজেলার স্বর্বত্র একটি জনপ্রিয় নাম আল্পনা রানী গোস্বামী। তিনি উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পূর্ব ছাপড়হাটী গ্রামের বিকাশ কুমার গোস্বামীর স্ত্রী। আল্পনা রানী গোস্বামী জানান, জনগণের স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে নারীর ক্ষমতায়ন ও তরুণ যুবসমাজকে দক্ষ জননশক্তিতে রূপান্তরের অঙ্গীকার নিয়ে তার পথ চলা।
তিনি বলেন, আমি এলাকার প্রত্যেকের কাছে দোয়া চাই, নির্বাচনে জয়-পরজয় যাই হোক না কেনো আমৃত্যু জনগণের পাশে থাকতে পারি। বিজয়ী হলে দেশের সামগ্রিক উন্নয়নের সাথে যুগপৎভাবে এগিয়ে এ উপজেলার সাধারণ জনগণের মুখে হাসি ফুটাবো। এ জন্য চাই সবার দোয়া ও ভালোবাসা। উপজেলার অনেকেই বলছেন, আল্পনা রানী গোস্বামী একজন সর্বজনবিদিত ব্যক্তিত্ব।
এবারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাকে শক্ত প্রার্থী হিসেবে শুধু মনে করা হচ্ছে না সেই সাথে নির্বাচিত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখছেন উপজেলার সর্বস্তরের জনগণ। ভোটারদের প্রত্যাশা, এগিয়ে যাক উদ্যোম গতি নিয়ে আল্পনা রানী গোস্বামী। প্রতিফলিত হোক উপজেলাবাসীর উন্নয়নের স্বপ্ন।