গাইবান্ধার লক্ষ্মীপুরে হেরিংবন নষ্ট হয়ে রাস্তা খানা-খন্দে পরিণত হওয়ায় যাতায়াতে চরম দূর্ভোগের শিকার হাজারো মানুষ। দূর্ভোগ লাঘবে রাস্তাটি পাকা করণের দাবি এলাকার সচেতন মহলের।
স্থানীয় সুত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর-চৌরাস্তা পাকা সড়কের মৌজামালিবাড়ী গ্রামের ছমেদালীর বাড়ির সামন হতে মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি প্রায় আড়াই কিলোমিটার। এ জনগুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে হালকা ও ভারি ধরনের ছাড়াও চাকুরিজীবি, স্কুল-কলেজের ছাত্র/ছাত্রীসহ হাজারো মানুষ যাতায়াত করে। যাতায়াতের সুবিধার্থে প্রায় ৭/৮ বছর পূর্বে রাস্তাটির মাত্র ১ কিলোমিটার হেরিংবনের কাজ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, এ রাস্তা দিয়ে বাল ও মাটিবাহী ট্রাক্টর ও ট্রলি যাতায়াতের ফলে রাস্তাটির মাঝে মধ্যে দেবে গিয়ে খানা-খন্দে পরিণত হয়ে যাতায়াতে অনুপযোগী হয়ে পড়েছে। কৃষকরা তাদের উৎপাদিত ফসলাদিসহ অন্যান্য জিনিসপত্র এই রাস্তায় পরিবহন করতে না পেরে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। লোকজন এ রাস্তা দিয়ে যাতায়াতে মুখ ফিরিয়ে ভোগান্তি লাঘবে বিকল্প রাস্তায় কয়েক কিলোমিটার ঘুড়ে গন্তব্যে যেতে হচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার আমীর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল করিম জানান, সুযোগ পেলে রাস্তাটির সংস্কারে উদ্যোগ নেয়া হবে।
সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী বাবলু মিয়া জানান, বরাদ্দ পেলে ব্যবস্থা নেয়া হবে।