শেখ হাসিনা ও তার সহযোগীরা যে ‘হত্যাযজ্ঞ চালিয়েছে’ সেগুলোর বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ চার দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সংগঠনটির সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে এসব কর্মসূচি পালন করা হয়। সকাল থেকেই সংগঠনের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা শহরের পৌরপার্কে জড়ো হতে থাকেন। বেলা পৌনে ১১টার দিকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌরপার্ক থেকে পুরাতন জেলখানা মোড়ের গোলচত্বর ঘুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে যায়। সেখান থেকে ঘুরে আবা পৌরপার্কে মিলিত হয়। পরে বিজয়স্তম্ভে সংমি সমাবেশে বক্তারা তাদের চার দফা দাবি তুলে ধরেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মেহেদী হাসান, মাসুদ রানা, রিজন মন্ডল ও বায়েজিদ বোস্তামি জীম।