গাইবান্ধা গাইবান্ধায় তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। এসময় আল্লাহর কাছে এক পশলা বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।
বৃহস্পতিবার গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে দুই রাকাত এই নামাজ আদায় করা হয়। গাইবান্ধা সম্মিলিত ওলামা মাশয়েখ পরিষদ এই নামাজের আয়োজন করে। এতে ইমামতি করেন গাইবান্ধা স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মুহাম্মাদ আব্দুল আউয়াল। বিশেষ এ নামাজে গাইবান্ধার বিভিন্ন এলাকার হাজারো ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। তখন মুসল্লিদের মধ্যে কান্নারোলে পরিণত হয়েছে।
এ বিষয়ে ইমাম মুহাম্মাদ আব্দুল আউয়াল বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছেন। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসকার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।