চার ধাপে দেশের ছয় বিভাগের ৩৪৪টি উপজেলার নির্বাচনের সময় জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সময় অনুযায়ী প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।
বুধবার নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসি ঘোষিত তালিকা অনুযায়ী: রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে প্রথম ধাপে ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১টি তৃতীয় ধাপে ৭৭টি, ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোট হবে। এছাড়া সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলাগুলোর তালিকা পরবর্তীতে জানানো হবে। দেশে ৪৯৫টি উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী উপজেলা রয়েছে ৪৫২টি।
প্রথম ধাপে যে ১০৮ উপজেলায় ভোট হবে তার মধ্যে রয়েছে: গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি।
দ্বিতীয় ধাপে যে ১২১ উপজেলায় ভোট হবে তার মধ্যে রয়েছে: গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও গাইবান্ধা সদর।
তৃতীয় ধাপে যে ৭৭ উপজেলায় ভোট হবে তার মধ্যে রয়েছে: গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ।
Like this:
Like Loading...