গাইবান্ধায় আগুনে ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার মালামাল।
বৃহস্পতিবার রাতে গাইবান্ধা কাচারি বাজার সংলগ্ন চুরি পট্টিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, রাত সাড়ে ১১ টার দিকে হঠাৎ করেই আগুন দেখতে পায় পথচারীরা। পরে তারা খবর দিলে গাইবান্ধা ফায়ার সার্ভিসসহ ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের মালামাল পুড়ে যায়। এ সময় চুরির পট্টির ব্যবসায়ীরাও খবর পেয়ে ঘটনাস্থলে এসে দোকানের মালামাল সরানোর চেষ্টা করেন। এ ঘটনায় আটটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বাকি সাতটি দোকানে মালামাল আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
এতে প্রায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে চুড়ি, ফিতা, সুতা ও ঝুটসহ কসমেটিকসের দোকান। এসব দোকানের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বিএফএম জানান, আগুনের খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসসহ ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের মালামাল পুড়ে যায়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে ১৫ মালিকের ছোট-বড় ১৫টি দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।