ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান এ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১জুন/২০২৪ পালন উপলক্ষে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে, গাইবান্ধা সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে সাংবাদিকদের ১দিনের ওরিয়েন্টেশন কর্মশালা সোমবার সিভিল সার্জনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। জতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে আলোচনা করেন, সিভিল সার্জন ডাঃ কানিজ সাবিহা।
এ সময় উপস্থিত ছিলেন, মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ আসাদুল হক, জেলা ইপিআই সুপারিনটেনকেট মোঃ আব্দুল হালিম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।
এবারের এ ক্যাম্পেইন ১জুন,২০২৪ এর জেলার ৭ উপজেলা ও পৌরসভাসহ ৬-১১ মাস বয়সী মোট ৩৫৫০৩ জন শিশুর জন্য জন প্রতি ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩১০৫৯৫ শিশুর জন্য জন প্রতি ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল সর্বমোট ৩৪৬০৯৮ জন শিশুকে খাওয়ানো হবে। এ জন্য ২০২০টি অস্থায়ী ১৩টি অতিরিক্ত কেন্দ্রসহ সর্বমোট ২০৩৩টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।