প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ৩ই মার্চ রোববার ডিসি সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা। চারদিনের এ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৫৬টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
বর্তমান সরকারের আমলে এটি প্রথম জেলা প্রশাসক সম্মেলন। উক্ত প্রশাসক সম্মেলন ২০২৪ -এ গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন।
তিনি বক্তব্যে বলেন, গাইবান্ধাবাসীর পক্ষ হতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ইপিজেড নির্মাণ, মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। এছাড়াও, চরাঞ্চল অধ্যুষিত, যমুনা-ব্রহ্মপুত্রের কুলঘেষা, মরিচ-ভূট্টা-রসমঞ্জুরির সূতিকাগার গাইবান্ধা জেলায় তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।