গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার আতা বুধবার বিকেলে জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। তিনি জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক।
বিকেলে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের নিজ বাড়িতে এক প্রেসব্রিফিংয়ে লিখিত বক্তব্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের ঘোষনা করেন তিনি। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
আতাউর রহমান সরকার আতা লিখিত বক্তব্যে জানান, নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পোস্টার ও ব্যানার সাঁটিয়েছিলেন, কিন্তু নির্বাচনী ক্যা¤প আগুনে পোড়ানো, কর্মীদের মটরসাইকেল ভাংচুর, কর্মীদের মারপিট, হুমকি, প্রশাসনের অসহযোগিতা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। তাঁর সরে দাঁড়ানোর বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও তার কোনো আলোচনা হয়নি। মূলত এই অস্থিতিশীল পরিবেশে নির্বাচন করা সম্ভব হচ্ছে না, যার কারণে এই নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহমুদ হাসান রিপন ও স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীসহ মোট ৫ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।