গাইবান্ধার সাঘাটায় জাতীয় পার্টি প্রার্থী আতাউর রহমান সরকার আতার লাঙ্গল প্রতীকের একটি নির্বাচনী অফিস আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে ঘুড়িদহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুজারপুর বাজারে এ ঘটনা ঘটে।
লাঙ্গল প্রতীকের ৬ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. তসলিম উদ্দিন বলেন, রাতে অফিস বন্ধ করে নেতা-কর্মীরা বাসায় চলে গেলে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে পুরো অফিসটি পুড়ে ছাই হয়ে যায়। অফিসে থাকা চেয়ার-টেবিল ও প্রচার সামগ্রী পুড়ে গেছে।
ঘটনাটি পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। গাইবান্ধা ৫ আসনের লাঙ্গলের প্রার্থী ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ আতাউর রহমান সরকার আতা জানান, সম্প্রতি তাঁর একাধিক নেতাকর্মীকে মারপিট, মটর সাইকেল ভাংচুর করছে প্রতিপক্ষ দুজন প্রার্থীর লোকজন। অন্য প্রার্থীরা শতশত মটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ালেও আমাকে ৫ টি মোটরসাইকেল নিয়ে ঘুরতে দিচ্ছে না। অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, লাঙ্গল প্রতীকের অফিসে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।