গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক যাত্রীবাহী বাস থেকে নেশাজাতীয় ৮০০ পিস ইনজেকশন ও ২৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এসময় মিজানুর রহমান আনতু (২৮) ও ফারুক হোসেন (৩০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
শনিবার (২০ জানুয়ারি) গোবিন্দগঞ্জ থানা থেকে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, শুক্রবার (১৯ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জের মহাসড়কের কামারদহ ইউনিয়নের বকচর এলাকার একটি কোল্ড ষ্টোরের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভুরুঙ্গামারী-চাঁপাই নবাবগঞ্জগামী বিআরটিসি যাত্রীবাহী বাস তল্লাশি করে সিটে থাকা ফারুক হোসেনের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে, আরেকটি বাস তল্লাশি করে ৮০০ পিস নেশার ইনজেকশন এ্যাম্পল জব্দসহ মিজানুর রহমান আনতু নামের মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হয়। মাদকের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।