গাইবান্ধা শহরে মিনিস্টার ও মার্সেল ইলেকট্রনিক্স শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০ লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি । এছাড়াও অল্পের জন্য রক্ষা পেয়েছে আরও বেশ কয়েকটি শোরুম।
সোমবার রাত ১০টার দিকে গাইবান্ধা শহরের ডিবি রোডে মিনিস্টার ও মার্সেল ইলেকট্রনিক্স এর মালিকরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। হঠাৎ করে রাত সাড়ে ১০ টার দিকে মিনিস্টার ইলেকট্রনিক্স শোরুমে আগুনের সূত্রপাত ঘটে এবং পাশে মার্সেল শোরুমে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এর ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে বেশ কয়েকটি ইলেকট্রনিক শোরুম ও ব্যাংক/বীমা অফিস।
ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি শোরুমে ফ্রিজ টিভিসহ বেশ কিছু ইলেকট্রনিক্স যন্ত্রপাতি পুড়ে যায় এতে মিনিস্টার শোরুমের ৪০ লক্ষ ও মার্সেল শোরুমের ২০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয় বলে জানান মার্সেল শোরুমের আসাদুজ্জামান মন্ডল, মিনিস্টার শোরুমের মালিক শফিউদ্দিন।