গাইবান্ধা জেলা বিএনপির নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে নেতাকর্মীদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। এব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহামুদুন্নবী টিটুল গাইবান্ধা সদর থানায় জিডি ও এজাহার করেছেন।
জেলা বিএনপি কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা বিএনপির নামে কোনো অফিসিয়াল আইডি নেই। কিন্তু ‘জেলা বিএনপি, গাইবান্ধা ও বিএনপি গাইবান্ধা জেলা (সুবিধাবাদীর যম)’ নামে আইডি খুলে নেতাকর্মীদের নামে কুৎসা, ভিত্তিহীন মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতিত সরকারের দোসররা পরিকল্পিতভাবে জেলা বিএনপির সভাপতি ডা. অধ্যাপক মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের নামে অসত্য ও অপমানজনক তথ্য প্রচার করছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিএনপি জনগণের দল, জনগণের সাথে বিএনপি সবসময়ে ছিল এবং আছে। ভবিষ্যতেও থাকবে। বিএনপির সাথে কোনো চঁাদাবাজের সম্পর্ক নেই। কেউ বিএনপির নামে চাঁদাবাজি করলে তাকে পুলিশে সোপর্দ করার আহবান জানান নেতৃবৃন্দ। পাশাপাশি নেতৃবৃন্দ আরও বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন, নির্মম নিপীড়ন নির্যাতন সহ্য করে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন তাদের অবশ্যই মূল্যায়ন হবে। বিএনপিতে সুযোগ সন্ধানী হাইব্রিড নেতাদের মেনে নেবেন না ত্যাগী নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল বলেন, গত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীরা অসংখ্যবার হামলা মামলা ও নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু কখনও আইন হাতে তুলে নেননি। বিএনপির নেতাকর্মীরা অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন। বিএনপি গণতান্ত্রিক দল, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল।
তিনি বিএনপির ন্যায়সঙ্গত সব আন্দোলন, দাবি দাওয়ার সাথে সাংবাদিকদের পাশে পাবেন বলে আশা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু, শহর বিএনপির সাবেক সভাপতি টিএম আবু বকর সিদ্দিক, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মকছুদার রহমান চৌধুরী প্রমুখ।