‘শীতের পিঠা ভারি মিঠা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা সরকারি কলেজের বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাসের আয়োজনে বৃহস্পতিবার কলেজ চত্বরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শীতের পিঠা উৎসব।
বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাসের হোস্টেল সুপার আনিছা আখতার বেগম চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, কলজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সারোয়ার হোসেন চঞ্চল, আনোয়ার হোসেন, এবিএম জিল্লুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল কাইয়ুম আজাদ, সহকারী হোস্টেল সুপার ইফতেখারুর রহমান, অধ্যাপক আব্দুর রশিদ,মাসুদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, এ অনুষ্ঠানকে স্বার্থক করে তুলতে কলেজ চত্বরে বিভিন্ন নামে ৯টি স্টল তৈরি করা হয়। এ গুলো হচ্ছে, মিঠাই, বাহারি পিঠা, চায়ের আড্ডা, বিসমিল্লাহ ষ্টোর, আয় সখি পিঠা ঘরে যাই, পিঠাপুলি ঘর, বাঙ্গালিয়ানা, মোহাম্মদি পিঠা ঘর, ও রকমারি। স্টলগুলোতে বিভিন্ন রকমের বাহারি পিঠার পসরা সাজানো হয়। কলেজের ছাত্র/ ছাত্রীসহ সবার স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর।